ডিপিএলের ৪৩তম ম্যাচে আজ মাঠে নেমেছে আবহানী ও খেলাঘর সমাজ কল্যান সমিতি। ম্যাচে খেলাঘরের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে আবহানী।
ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারকেই হারিয়েছে আবহানী লিমিটেড। দলীয় ৩৫ রানের মাথায় ব্যক্তিগত ১২ রান করে আউট হন সৌম্য সরকার। এরপর দলীয় ৫৭ রানের মাথায় জহুরুল হক ব্যক্তিগত ২৫ রান করে বিদায় নেয়।
দুই ওপেনারের বিদায়ের পর এখন নাজমুল ইসলাম শান্ত ও সাব্বির রহমানের ব্যাটে এগিয়ে যাচ্ছে আবহানী। শান্ত ২৪ ও সাব্বির ১৩ রানে অপরাজিত আছেন। আবহানীর সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান।