এক বলে একজন রান আউট হতে পারে। তবে এবার একজন নয়, এক বলে দুজনই রান আউট হয়েছেন। আর এই ঘটনাটি ঘটেছে সানরাইজার্স ও আরসিবির মধ্যকার ম্যাচে।
হায়দ্রাবাদের দেয়া ২৩২ রানের টার্গেটে ব্যাটিং করছিল আরসিবি। খেলার তখন ১৮তম ওভার। বিজয় শঙ্করের করা ওভারের চতুর্থ বলটি কভারে ঠেলে দিয়েই দৌড় দেন সিরাজ।
দৌড় দেন অপরপ্রান্তে থাকা গ্রান্দেহোমও। তবে কিছুটা বামে দৌড়ে এসে ভুবনেশ্বর কুমার বলটি ধরেই ছুড়ে মারেন শঙ্করের হাতে। তখন নিজেকে বাঁচাতে উল্টো দৌড় দেন গ্রান্দেহোম। তবে রক্ষা হয়নি। গ্র্যান্ডহোম পৌঁছানোর আগেই স্ট্যাম্প ভেঙ্গে ফেলেন বিজয় শংকর।
অন্যদিকে গ্র্যান্ডহোমকে ফিরতে দেখে সিরাজও ফিরে যেতে উল্টো ঘুরে স্ট্রাইক প্রান্তের দিকে দৌড় দেন। ওই সময় গ্র্যান্ডহোমের উইকেট ভেঙ্গে সঙ্গে সঙ্গে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর কাছে বল ছুড়ে দেন বিজয় শংকর। বল পেয়ে স্ট্যাম্প ভেঙ্গে দেন বেয়ারস্টোও।
রান আউট হয়ে যান সিরাজও। তবে ক্রিকেটের নিয়ন অনুযায়ী প্রথম আউট হওয়া ব্যাটসম্যানই মাঠ ছাড়েন।