ডিপিএলে আজকে ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন ফরহাদ রেজা। শেখ জামালের বোলারদের উপর তান্ডব চালিয়ে মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি পূর্ন করেছেন তিনি। ইনিংসে ৬টি ছক্কা ও ৩টি চার মারেন রেজা।
সব মিলিযে ১৮ বলে অর্ধশতক পূর্ন করা ফরহাদ রেজা ২০ বলে ৫৬ রান করে আউট হন।
ফরহাদ রেজার এমন তান্ডবের আগে ওপেনিংয়ে নেমে ৫৪ বলে ৭৫ রান করেছিলেন ইমরান উজ্জামান। ৪০ বলে ৩৬ রান করেছিলেন সাইফ হাসান। সাদ নাসিম করেছেন ৩৬ বলে ৫১ রান। আর এই তারকাদের ব্যাটে চড়ে ২৬ আওভারে ২৩৯ রান করে প্রাইম দোলেশ্বর।