ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে টানা চতুর্থ হার উপহার পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএলে কোহলির শততম অধিনায়কত্বের ম্যাচে হেরেছে তার দল।
টানা তিন ম্যাচে তিন হার ছিল রাজস্থান ও আরসিবি দুই দলেরই। হারতে থাকা এই দুই দলের লড়াইয়ে আজ প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে মাত্র ১৫৮ রান করে কোহলির দল।
সর্বোচ্চ ৬৭ রান করেন পার্থিব প্যাটেল। কোহলি করেন ২৩ রান। স্টোইনিস ৩১ ও মঈন আলী করেন ১৮ রান।
জবাব দিতে নেমে এক বল বাকি থাকতে জয় পায় রাজস্থান। ইংলিশ তারকা বাটলার তান্ডব চালান রাজস্থানের হয়ে। ৪৩ বলে ৫৯ রান করেন তিনি। এছাড়াও রাহানে ২২, স্টিভ স্মিথ ৩৮ রান করে আউট হন।
রাহুল ত্রিপাঠি ২৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।