সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের নাম। আর এই উইলিয়ামসনই জায়গা পাচ্ছেন না দলে।
প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে। ফিরেছিলেন দ্বিতীয় ম্যাচে। খুব একটা ভালো করতে পারেননি তিনি। কিন্তু অধিনায়ক হিসেবে তৃতীয় ম্যাচেই তার থাকার কথা। কিন্তু সেখানে ঢুকে গেল মোহাম্মদ নবি।
নবি আবার সেই ম্যাচে অতিমানবীয় বোলিং নৈপুন্য দেখালেন। আর তাতেই সাকিবের সাথে সাথে উইলিয়ামসনের জায়গাটাও নড়বড়ে হয়ে গেল। চতুর্থ ম্যাচেও তাই্ একাদশে নেই এই দুজনের কেউই। আছেন মোহাম্মদ নবি।
আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে দলটি।