২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে কোন দলকেই বাদ দিতে পারছেন না ইংলিশ তারকা জেমস অ্যান্ডারসন। কোন দলকেই দুর্বল হিসেবে দেখতে পারছেন না তিনি।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ ড্র করেছিল ইংল্যান্ড। কিন্তু এই সিরিজে ইংলিশরাই জিতবে এমন আশা ছিল অ্যান্ডারসনের।
তবে সব হিসাব উল্টে যাওয়ায় এখন অ্যান্ডারসন মনে করছেন, বিশ্বকাপ এবার সবার জন্য উন্মোক্ত।
তিনি বলেন, আমি মনে করি প্রতিটা দলেরই সেমিফাইনাল খেলার যোগ্যতা আছে। আপনি কোন দলকেই সহজভাবে নিতে পারবেন না। এবার সম্পূর্ণ উন্মুক্ত কিন্তু আমি এখনও আশাবাদী যে ইংল্যান্ড শেষ পর্যন্ত যাবে।