আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে তৃতীয় জয় পেল সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের ম্যাচে তারা দিল্লিকে হারিয়েছে পাঁচ উইকেটে।
সানরাইজার্সের হয়ের ভিত মুলত তৈরি করে দিয়েছিল তাদের বোলাররা। প্রথমে ব্যাট করতে নামা দিল্লি মাত্র ১২৯ রান করতে পারে তাদের বিরুদ্ধে।
দলের পক্ষে কেবল ৪১ বলে ৪৩ রান করেন শ্রেয়াস আয়ার। বাকিরা সবাই ছিল আসা যাওয়ার মিছিলেই।
সানরাইজার্সের ভুবনেশ্বর, কুল ও নবি ২টি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে জনি বেয়ারস্টোর ৪৮ রানের সাথে বাকিদের ছোট ছোট সংগ্রহ সানরাইজার্সকে জয়ের বন্দরে নিয়ে যায়।
বেয়ারস্টো ছাড়া শঙ্কর ১৬, ওয়ার্নার ১০, মানিশ পান্ডে ১০, দিপক হুদা ১০ রান করে আউট হন। নবি ১৭ ও ইউসুফ পাঠান ৯ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।