বাংলাদেশ জাতীয় দলে তার ওপেনিং পজিশন পাকা-ই বলা যায়। কারণ, তার বিধ্বংসী ব্যাটিংয়ের ক্ষমতা। সে সাথে ডানহাতি ব্যাটসম্যান হওয়ায় পাচ্ছেন আরেকটু সুবিধা।
কিন্তু জাতীয় দলে শুধু এই যুক্তিতে নিয়মিত একাদশে চান্স পাওয়াটা দৃষ্টি কটুই দেখায়। তাই তার নিজেকে প্রমানের জন্য রানের মধ্যে থাকতে হত। কিন্তু সেটাই যেন হচ্ছিল না লিটন দাসের।
তবে ব্যর্থতাতে পেছনে ফেলে ঘরোয়া লিগে আজকে রান পেয়েছেন লিটন দাস। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
৮৯ বলে ৮৪ রানের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা মারেন লিটন দাস।