পাকিস্তান মানেই যেন চমক। কতটা চমক দিতে পারে তারা? খেলার মাঠ থেকে শুরু করে মাঠের বাইরেও দিতে পারে চমক। এবার চমকটা দিল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে।
বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান। আর এই দলে যেমন চমক দেখিয়ে অন্তর্ভু্কত হয়েছে কেউ কেউ, তেমনি চমক দেখানো হয়েছে বাদের তালিকাতেও।
দল থেকে বাদ পড়েছে উমর আকমল। সবচেয়ে চমক ছিল পেসার ওহাব রিয়াজের বাদ পড়াটা। এছাড়াও বাদ পড়েছেন আহমেদ শেহজাদ।
তবে টিকে গেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি করা আবিদ আলী। সাথে টিকে গেছেন আমির, হাফিজ এবং হাসনাইনের মত তরুণ পেসার।
পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড
সরফরাজ আহমেদ, আবিদ আলি, আসিফ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহিন-শাহ আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান খান শেনওয়ারি ও ইয়াসির শাহ।