ডিপিএলে আজকের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিপিএলে সিলেট সিক্সার্সে খেলা আফিফ হোসেন ধ্রুবর দারুণ ব্যাটিংয়ে জিতেছে শাইনপুকুর।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৩২৫ রান করে মোহামেডান। ওপেনার লিটন দাস করেন ৮৪ রান। আরেক ওপেনার শুকুর করেন ৫০ রান।
তিনে নামা অভিষেক মিত্র করেন ৫০ রান। চারে নামা রাকিবুল হাসান করেন ৭৪ রান। পাঁচে নামা সোহাগ গাজি করেন ৪৫ রান।
শাইনপুকুরের দেলোয়ার হোসেন ৫টি উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে ১১৭ রানের মধ্যেই ৫ উইকেট হারায় শাইনপুকুর। সাদমান ২১, সাব্বির হোসেন ১৭, চাঁদ ৪৯, তৌহিদ হৃদয় ৯ ও শুভাগত হোম ৫ রান করে আউট হন।
এরপরই আফিফ হোসেনের ব্যাটিং নৈপুন্য। অমিত হাসানকে সাথে নিয়ে ১১৮ রানের জুটি গড়ে প্রথম বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করেন এই তারকা।
দলীয় ২৩৫ রানের মাথায় অমিত ৪৯ রান করে আউট হলে ভাঙে এই জুটি। দলীয় ২৬১ রানের মাথায় ব্যক্তিগত ৯৭ রান করে আউট হন আফিফ।
তবে আফিফের বিদায়ের পর ম্যাচের শেষটা করেন সহোরাওয়ার্দী শুভ ও দেলোয়ার হোসেন। শুভ ২৩ বলে ৩৪ এবং দেলোয়ার ১৯ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেললে ২ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় শাইনপুকুর।