বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন

রাসেলের ছক্কার টর্নেডোতে রানের পাহাড় গড়েও হারলো কোহলিরা

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৬৫ এই মুহুর্তে
  • শেয়ার করুন

আইপিএলে এখন পর্যন্ত কোন ম্যাচেই জিতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই অধরা জয়ের খোজেই আজ কলকাতার বিপক্ষে মাঠে নামে তারা।

ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান করে ব্যাঙ্গালুরু। সর্বোচ্চ ৮৪ রান করেন কোহলি। ৪৯ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

এছাড়া ভিলিয়ার্স ৩২ বলে ৬৩, মার্কোস স্টোইনিস ১৩ বলে ২৮ রান করেন।

জবাব দিতে নেমে মোটামুটি গতিতে এগিয়ে যেতে থাকে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। দলের ওপেনার ক্রিস লিন ৩১ বলে ৪৩ রান করেন।আরেক ওপেনার সুনিল নারিন ৮ বলে করেন ১০ রান। উথাপ্পা করেন ২৫ বলে ৩৩ রান। ২৩ বলে ৩৭ রান করেন নিতিস রানা। কার্তিক ১৫ বলে ১৯ রান করেন।

এই তারকাদের রানের পরও ১৭ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ১৫৩ রান। শেষ তিন ওভারে তখনো ৫৩ রানের প্রয়োজন হয়।

তখনই তান্ডব চালান আন্দ্রে রাসেল। ১৮ তম ওভারে সিরাজ বোলিংয়ে আসার পর প্রথম দুটি বল করেন ডট। তৃতীয় বলটি নো বল করেন এবং সেই বলে ছক্কা মারেন রাসেল। এরপর ইনজুরিতে পড়েন সিরাজ এবং বোলিংয়ে আসেন স্টোইনিস। এসেই তাকে প্রথমে ফ্রিহিট বলটি করতে হয়। সেই বলেও ছক্কা মারেন রাসেল।

পরের বলটিও মারেন ছক্কা। এই ওভারে সব মিলিয়ে ২৩ রান আসে কলকাতার। ফলে শেষ দুই ওভারে প্রয়োজন হয় ৩০ রান।

বোলিংয়ে আসেন টিম সাউদি। সাউদির এই্ ওভারে ছক্কার তান্ডবে ২৯ রান তুলে নেয় আন্দ্রে রাসেল। এই ওভারে রাসেল ৪টি ছক্কা ও একটি চার মারেন। পরের ওভারের প্রথম বলেই গিল এক রান নিয়ে নিলে ম্যাচটি কলকাতা জিতে যায় ৫ বল বাকি থাকতেই। রাসেল মাত্র ১২ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের সেরা প্লেয়ার: বেলিংহাম

বার্সার কপাল ভালো, ইনজুরিতে ভরপুর পোর্তোর স্কোয়াড

তিনটি বিষয়ের জন্য মনে হয় বাংলাদেশের সেমিফাইনাল খেলা সম্ভব

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ চূড়ান্ত!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই রিয়াদ

পিএসজি বনাম নিউক্যাসল, বার্সালোনা বনাম পোর্তো

বেলিংহামের ম্যাজিক, ভালভার্দের বুলেট গোল, আবারও কামব্যাক রিয়ালের

ক্যাসমিরোর লাল কার্ড, ইকার্দির পেনাল্টি মিস, দুইবার এগিয়ে গিয়েও ম্যানইউর হার

নেইমার ম্যাজিকে আল হিলালের জয়, নেইমারের গোলের ভিডিও

আল হিলালের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন নেইমার