আইপিএলে ছক্কার টর্নেডো বইয়ে দিচ্ছেন আন্দ্রে রাসেল। এবারের টুর্নামেন্টে এক রাসেলের ব্যাটে ভর করেই ম্যাচ জিতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। শেষ দিকে নেমে এমন ঝড় চালাচ্ছে যে প্রতিপক্ষের রান ২০০ হলেও সেটা কোন ভাবেই আর নিরাপদ থাকছেনা।
শুধু তাই নয়, ৩ ওভারে ৫০-৬০ রান ডিফেন্ড করাও বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ আন্দ্রে রাসেলের সামনে। গতকালই যেমন ৩ ওভারে প্রয়োজন ছিল ৫৩ রান। সেটা কিনা শেষ হয়ে গেল ৫ বল বাকি থাকতেই।
টিম সাউদির মত বিশ্বমানের বোলারও আন্দ্রে রাসেলের সামনে বোলিং করতে এসে দিয়ে গেলেন এক ওভারেই ২৯ রান।
এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর আন্দ্রে রাসেল বলেন, আমার জন্য কোন মাঠই বড় নয়। আমি আমার শক্তির উপর বিশ্বাস করি।
রাসেল বলেন, কার্তিক বলেছিল প্রথম কয়েকটি বল দেখতে। কিন্তু আমি ড্রেসিং রুমেই টিভিতে দেখেছিলাম এবং পরিষ্কার ধারণা পেয়েছিলাম। যখন আপনার ২০ বলে ৬৮ রান প্রয়োজন হয়, এটা সব সময় ঘটেনা। টি-টুয়েন্টিতে একটি ওভারই ম্যাচের পরিবর্তন করে দিতে পারে। তাই আমি কখনোই আশা ছাড়িনি। আমি লড়াই করতে চেয়েছি এবং করেছি।