আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং করার সুযোগ খুব একটা আসেনা। বিশেষ করে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও বেয়ারস্টোর ব্যাটিংয়ের কারণেই সুযোগ হয়না তাদের।
তবে সর্বশেষ ম্যাচে কিছুটা হলেও সেই সুযোগ পেয়েছিলেন সানরাইজার্সের নিচের দিকের ব্যাটসম্যানরা। সেখানেই জোফরা আর্চারের একটি বলকে ছক্কায় পরিণত করেন রশিদ খান। সেটাও আবার ধোনির ট্রেডমার্ক শট হেলিকপ্টার শট।
এই শট খেলা নিয়ে রশিদ কান বলেন, “আমি বোলিং পছন্দ করি। তবে আমি হেলিকপ্টার শট খেলতে পছন্দ করি। এটা অন্যরকম। বিশেষ করে ভক্তদের জন্য। তারা এটা ভালোবাসে এবং প্রতি ম্যাচেই দেখতে চায়।”
“সেজন্য আমি চাই যতটা সম্ভব খেলার। কারণ সবাই এটা ভালোবাসে। আমি কঠোর পরিশ্রম করছি যাতে আরো ভালো করতে পারি। যখনই আমি ব্যাটিংয়ে দলের হয়ে কিছু করার সুযোগ পাই আমি সব সময় আমার সেরাটা দিতে চেষ্টা করি।”