আইপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে পাঞ্জাব। ম্যাচে দারুণ অবস্থানে থেকেও ১৬০ রানই করতে পারেনি দলটি।
প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৬০ রান করে চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ফাফ ডু প্লেসিস। রায়না ১৭ ও ওয়াটশন ২৬ রান করে আউট হন। ধোনি ২৩ বলে ৩৭ এবং রাইডু ১৫ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় পাঞ্জাব। গেইল ৫ ও আগারওয়াল শূন্য রান করে আউট হয়।
এরপর লুকেশ রাহুল ও সরফরাজ খান মিলে ১১০ রানের জুটি গড়েন। টি-টুয়েন্টিতে এত বড় জুটি গড়লে সেই ম্যাচ অনায়াসেই জেতার কথা। কিন্তু তারা এই ১১০ রানের জুটি বাধতে গিয়ে ওভার নষ্ট করেছেন ১৫.৩ ওভার। তাদের এই জুটি যখন ভাঙে তখন পাঞ্জাবের সংগ্রহ ১৭.৩ ওভারে ১১৭ রান। রাহুল ৪৭ বলে ৫৫ রান করে আউট হন।
বল আর রানের ব্যবধান আকাশ পাতাল হয়ে যাওয়ায় মিলার নেমেই ব্যাট চালাতে গেলে ফিরে যান মাত্র ৬ রান করেই। ইনিংসের একেবারে শেষ ওভারে ২ বল বাকি থাকতে আউট হওয়া সরফরাজ খান করেন ৫৯ বলে ৬৭ রান। ফলে সব মিলিয়ে ১৩৮ রানেই থামে পাঞ্জাবের ইনিংস।