আইপিএলে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচে মুম্বাইর দেয়া ১৩৭ রানের জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ৯৬ রানেই অল আউট হয় সাকিব বিহীন সানরাইজার্স।
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান করে মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন পোলার্ড।
জবাব দিতে নেমে আলজারি জোসেপের বিধ্বংসী বোলিংয়ে লন্ডভন্ড সানরাইজার্স অল আউট হয় মাত্র ৯৬ রানেই। সর্বোচ্চ ২০ রান আসে দ্বিপক হুদার ব্যাট থেকে।
আলজারি জোসেপ ৩.৪ ওভার বোলিং করে ১২ রানের বিনিময়ে ৬টি উইকেট লাভ করেন।