ডিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দলের লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে আবহানী ও রুপগঞ্জ। দুই দলেরই পয়েন্ট সমান ১৬। শীর্ষ থাকা দুই দল এবার একক ভাবে শীর্ষে উঠার লড়াইয়ে নেমেছে। আর এই লড়াইয়ে শুরুতেই কিছুটা পিছিয়ে পড়েছে আবহানী।
এদিন টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই শুভাশিষ রয়ের তোপে পড়ে আবহানীর ব্যাটসম্যানরা। মাত্র ২৯ রানেই তাদের পাঁচ উইকেটের পতন ঘটে।
ইনিংসের প্রথম বলে শূন্য রানেই শুভাশিষের বলে বোল্ড হন জহুরুল ইসলাম। তৃতীয় ওভারে এই পেসারের বলেই ক্যাচ তুলে বিদায় নেন ৬ রান করে নাজমুল হোসেন শান্ত। দলীয় ২১ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রান করে শুভাশিষের বলেই এলবি হন সৌম্য সরকার।
এরপর তান্ডব চালায় মোহাম্মদ শহীদ। তার বলে সাব্বির (০) ও পানচাল (১) রান করে আউট হলে ঘোরতর বিপদে পড়ে আবহানী।
এখন আবহানীর হয়ে লড়াই করছেন মিঠুন ও মোসাদ্দেক। মিঠুন ৩২ ও মোসাদ্দেক ১১ রানে অপরাজিত আছেন।