২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড কেমন হবে সেটা নিয়ে দারুণ জল্পনা কল্পনা। বিভিন্ন সময়ে নির্বাচক, বোর্ড সভাপতিদের বিভিন্ন কথার প্রেক্ষিতে কেমন হতে পারে বাংলাদেশ দল সেটা মেলানোর চেষ্টা সাংবাদিকদের।
১৫ সদস্যের স্কোয়াডে ১৩/১৪ জনের নাম মোটামুটি পরিষ্কার। কিন্তু ওই ১৫তম সদস্য কে হতে যাচ্ছে সেটা নিয়েই যত কথা।
এখানে কি ব্যাটসম্যান যাবে? নাকি বোলার? ব্যাটসম্যান গেলে কোন পজিশনের ব্যাটসম্যান যাবে? ওপেনার নাকি মিডলঅর্ডার?
বাংলাদেশের দলের একটা রুপরেক্ষা তৈরি হয়ে গেছে। সেখানে ৬জন স্পেশালিষ্ট বোলার আছে। চারজন পেসার এবং দুজন স্পিনার। পেসার চারজন হল, মাশরাফি, মুস্তাফিজ, রুবেল ও সাইফউদ্দিন। আর স্পিনার দুই জন হল সাকিব ও মিরাজ। তাই বাকি শূন্য পজিশনে একজন ব্যাটসম্যান যাওয়ার সম্ভাবনাই বেশি। আর সেটা হলে তাসকিন আহমেদের কপাল পুড়বে।