আইপিএলে এবার সবচেয়ে ভয়ানক ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কলকাতার ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। আর এই রাসেলের দলই আজ আবারও মাঠে নামতে যাচ্ছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
আজকের ম্যাচেও কলকাতা নাইট রাইডার্স ভক্তরা তাকিয়ে থাকবেন শেষ ঝড় আন্দ্রে রাসেলের দিকে। সর্বশেষ ম্যাচেও যিনি নিশ্চিত হারতে বসা ম্যাচটি ৫ বল বাকি থাকতেই জিতিয়েছিলেন।
আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: সুনিল নারীন, ক্রিস লিন, উথাপ্পা, নিতিস রানা, শুভম্যান গিল, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, পিযুস চাওয়লা, কুলদিপ যাদব, হ্যারি গুরনে, প্রশিদ্ধ কৃষ্ণ।