ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হেরেছে আবহানী। আজ লিগের দশম ম্যাচে রুপগঞ্জের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে জাতীয় দলের তারকা সমৃদ্ধ আবহানী।
ম্যাচে যে জিতবে তারাই থাকবে পয়েন্ট তালিকার শীর্ষে। এমন ম্যাচে প্রথমে ব্যাটিং করে মাত্র ১২২ রানে অল আউট হয় আবহানী। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মোসাদ্দেক। ৩৮ রান করেন মিঠুন। বাকিরা সবাই ছিল আসা যাওয়ার মিছিলে।
জহুরুল ইসলাম ০, সৌম্য ১৪, নাজমুল ৬, সাব্বির ০, মিরাজ করেন ৫ রান।
জবাব দিতে নেমে ২৬.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে রুপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন মেহেদী মারুফ। ২২ রান করেন মোহাম্মদ নাঈম। মুমিনুল ১৭ ও জাকের আলী ২ রান করে আউট হয়। নাফিস ১২ ও নাইম ইসলাম ৩ রানে অপরাজিত থাকেন।