আইপিএল শুরুর আগে কোহলির সমালোচনা করেছিলেন গৌতম গম্ভীর। দীর্ঘদিন ধরে আইপিএলে ব্যাঙ্গালুরুর অধিনায়ক হয়েও কোন শিরোপা জিততে পারেনি কোহলি। তার নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছিলেন ভারতের সাবেক এই ওপেনার।
তিনি বলেছিলেন, তাকে বিচক্ষণ অধিনায়ক বলে মনে হয় না। কুশলীও নয়। আইপিএলে শিরোপাও জেতেনি। সে যে কত ভালো অধিনায়ক সেটা বলে দেয় তার রেকর্ড। আমার মনে হয় তার অনেক দূর যেতে হবে।”
গম্ভীর আরও বলেছিলেন, কোহলির উচিত আরসিবিকে ধন্যবাদ দেয়া। কারণ এখনো তার ওপর ভরসা করে আছে। কারণ, কোনো টুর্নামেন্ট না জিতেও এত সময় থাকার সুযোগ খুব বেশি অধিনায়কের হয় না।
এবার আইপিএলে টানা পাঁচ ম্যাচ হারের পর আবারও সেই অভিযোগের তীর কোহলির দিকে। বিশেষ করে সর্বশেষ ম্যাচে এত রান করেও জিততে না পারার কারণে সমালোচিত হচ্ছে বেশি। ভারতেরও অধিনায়ক কোহলি। তবে সেখানে ধোনির কারণেই কোহলির সিদ্ধান্ত সহজ হয়ে যায় বলেই মনে করেন অনেকেই।
বিষয়টি নিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক কলামে গম্ভীর লিখেন, ব্যাটসম্যান হিসেবে সে ওস্তাদ। তবে তার অধিনায়কত্ব এখনো শিক্ষানবিশ পর্যায়ে। বোলারদের উপর দোষ না চাপিয়ে সব দায় তার কাঁধে নেয়া উচিত।
উদাহরণ হিসেবে গম্ভীর বলেন, সিরাজের ওভারটি শেষ করতে স্টোইনিসের বদলে আনা উচিত ছিল বাঁ হাতি স্পিনার পবন নেগিকে। কারণ, উইকেটে বল বাঁক নিচ্ছিল। রাসেল গতি পছন্দ করে। এটা বোঝা খুব সহজ ব্যাপার।