নিষেদাজ্ঞা থেকে ফেরার পর ডেভিড ওয়ার্নার যেভাবে ব্যাটিং করছিলেন তাতে কারো মনেই হয়নি যে ওয়ার্নার এক বছর নিষিদ্ধ ছিল জাতীয় দলে। জাতীয় দলের বাইরে বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে একের পর এক ম্যাচে বড় ইনিংস খেলেই গেছেন এই অস্ট্রেলিয়ান তারকা।
তার কারণে জাতীয় দলে ওপেনিংয়ে দুর্দান্ত খেললেও উসমান খাজার অবস্থা হয়ে গেছে শঙ্কটাপূর্ন। ওয়ার্নারের দলে ফেরা মানে নিশ্চিত ভাবেই তার ওপেনিং থেকে সরে যেতে হবে।
ওয়ার্নার রান পেলেও হাসছিলনা স্টিভেন স্মিথের ব্যাট। তবে কলকাতার বিপক্ষে অবশেষে হেসেছে তার ব্যাট। ৫৯ বলে ৭৩ রান করেছেন তিনি। ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি।