সাভারে ডিপিএলের আজকের ম্যাচে প্রাইম ব্যাংকের মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর এই ম্যাচেই ব্যাট হাতে তান্ডব চালালেন সোহাগ গাজী।
ম্যাচে বড় রান সংগ্রহ করেছে মোহামেডান। আর এই বড় রান সংগ্রহের পেছনে সোহাগ গাজীর ছোট একটি ঝড়ও অবদান রেখেছে বেশ।
সোহাগ গাজী ব্যাটিংয়ে নেমে ৪৭ তম ওভারটি বেছে নেন তান্ডবের জন্য। নাঈম হাসানের ওই ওভারে ২৮ রান নিয়েছেন তিনি।
প্রথম বলে তিনি দুই রান নেন। পরের বলে চার মারেন। তৃতীয় ও চতুর্থ বলে পরপর দুটি বিশাল ছক্কা মারেন গাজী। ৫ম বলে আরেকটি চার এবং ৬ষ্ঠ বলে ছক্কা মেরে ওভারের সমাপ্তি টানেন এই অলরাউন্ডার।
শেষ পর্যন্ত তিনি ১৪ বলে ৩৩ রান করে আউট হয়েছেন আল আমিন হোসেনের বলে।