ডিপিএলে আজকের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে রানের পাহাড় গড়েছে মোহামেডান। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ২৯৬ রান করে তারা।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা মোহামেডান শুরুতেই বিপদে পড়ে। ওপেনার ইরফান শুকুর আউট হয় শূন্য রানেই। এরপর অভিষেক মিত্র ও লিটন দাস চেস্টা করেছিল। তবে দলীয় ৪৫ রানের মাথায় ব্যক্তিগত ৩৬ রান করে আউট হয় লিটন দাস।
লিটনের বিদায়ের পর অভিষেক মিত্রর সাথে জুটি বাধেন রাকিবুল হাসান। তবে সেটা ছিল সামান্যই। ২০ রান করে দলীয় ৭২ রানের মাথায় আউট হন অভিষেক মিত্র। এরপরই মাঠে নামেন আশরাফুল। কিন্তু তিনি ১৪ বল মোকাবেলা করে মাত্র ৪ রান করেই ফিরে যান সাজঘরে।
আশরাফুলের পর নাদিফ চৌধুরী ব্যাটিংয়ে নেমে ১১ রান করে আউট হন। নাদিফ চৌধুরীর পর ব্যাটিংয়ে নামেন রজত ভাটিয়া। এই তারকা জুটি বাধেন রাকিবুল হাসানের সাথে।
এই দুজনে মিলে দলের রানকে নিয়ে যান বড় সংগ্রহের পথে। দুজনে মিলে ১৪৬ রানের জুটি গড়েন। ৬০ বলে ৬৬ রান করে রজত ভাটিয়া আউট হলে ভাঙে এই জুটি।
এরপর সোহাগ গাজী ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেন। মাত্র ১৪ বলে করেন ৩৩ রান। গাজীর এই ঝড়ো ব্যাটিংয়ের সাথে রাকিবুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৯৬ রানে পৌছায় মোহামেডান। রাকিবুল ১০২ রান করে আউট হন।