ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে প্রথম ম্যাচে সাকিব আল হাসান ছিলেন সানরাইজার্সের একাদশে। সেই ম্যাচে সাকিব আল হাসান প্রথম দুটি ওভার ভালো করলেও শেষ দুটি ওভারে হাত খুলে রান দিয়ে হারিয়েছিলেন ম্যাচ।
এরপর একাদশ থেকে বাদ পড়েন সাকিব। এরপর এক ম্যাচ উইলিয়ামসন খেললেও পরের ম্যাচ গুলোতে নিয়মিত মোহাম্মদ নবি।
সেই তারকাই আজকে সানরাইজার্সের হারের কারণ হয়ে দাড়িয়ে গেলেন। সাকিব যে পরিমাণ রান দিয়ে বাতিল হয়েছিলেন সেই পরিমান রানই দিলেন নবি। ৩.৫ ওভারে দিলেন ৪২ রান।
জয়ের জন্য শেষ ওভারে ১১ রান প্রয়োজন ছিল সানরাইজার্সের। নবি আসেন বোলিংয়ে। প্রথম তিন বলে পাঁচ রান নেয় স্যাম কুরান। চতুর্থ বলে চার মারেন রাহুল। ৫ম বলে ২ রান নিয়ে পাঞ্জাবকে ম্যাচ জিতান তিনি।
এর আগে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ১৫০ রান করেছিল সানরাইজার্স। ওয়ার্নার করেছিল ৭০ রান।