ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজকে একমাত্র ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে।
এই ম্যাচে লড়াইটা হবে ধোনির ঠান্ডা মাথার পরিকল্পনার সাথে কলকাতার ব্যাটসম্যানদের। কলকাতার হার্ড হিটার ব্যাটসম্যানদের কিভাবে থামান ধোনি সেটাই দেখার বিষয় এই ম্যাচে।
এদিকে এই ম্যাচে আরও একটি লড়াই দেখা যেতে পারে। সেই লড়াই হবে ধোনি এবং নারিনের মধ্যে। চেন্নাই তারকা ধোনি এখন পর্যন্ত নারিনের কোন বলকেই বাউন্ডারি ছাড়া করতে পারেননি। বলা যায় নারিনের বিপক্ষে একেবারেই অসহায় ধোনি।
আইপিএলে নারিনের ৫৭টি বল মোকাবেলা করেছেন ধোনি। এই ৫৭ বলে ধোনি রান করেছেন মাত্র ২৯টি। মারতে পারেননি কোন বাউন্ডারি। একই সাথে নারিনও কোন ম্যাচেই আউট করতে পারেনি ধোনিকে।