আইপিএলে আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৮ রান করেছে কলকাতা নাইট রাইডার্স।
চার ছক্কার ঝড় নামে পরিচিত কলকাতা তারকা আন্দ্রে রাসেল এই ম্যাচেও রান পেয়েছেন। তিনি করেছেন ৫০ রান। তবে সেজন্য বলের প্রয়োজন হয়েছে ৪৪টি।
রাসেল ব্যাতিত আর মাত্র দুকজন তারকা দুই অংকের ঘরে পৌছতে পেরেছে। সে হল দিনেশ কার্তিক (১৯) ও উথাপ্পা (১১) রান। বাকিরা সবাই ছিল আসা যাওয়ার মিছিলে।
চেন্নাই সুপার কিংসের দিপক চাহার ৩টি, হরভজন সিং ও ইমরান তাহির ২টি করে উইকেট নিয়েছেন।