ডিপিএলে মাশরাফির দল আবহানীর বিপক্ষে আজ মাঠে নেমেছে নাসির হোসেনের দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আর এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে নাসির হোসেনের বোলিং তান্ডবে পড়েছে আবহানীর ব্যাটসম্যানরা।
টস হেরে ব্যাটিংয়ে নামা আবহানীর ওপেনার জহুরুল হক ব্যক্তিগত ৯ রান করে দলীয় ১০ রানের মাথায় সালাউদ্দিক সাকিলের বলে বোল্ড হলে উইকেট পতনের শুরু। এরপর নাসিরের তান্ডব।
১৩ রানের মাথায় ব্যক্তিগত ৩ রান করে নাসিরের প্রথম শিকারে পরিণত হয় জাহিদ জাবেদ। পরের বলেই ব্যক্তিগত ১ রান করে আউট হন সৌম্য সরকার।
হ্যাটট্রিকের সুযোগ পেয়ে সেটি করা হয়নি নাসিরের। এক বল বিরতি দিয়ে শান্তকে আউট করেন তিনি (০)।
নাসিরের বোলিং তোপে মাত্র ১৪ রানেই চার উইকেট হারানো আবহানী এখন এগিয়ে যাচ্ছে মিঠুন ও মোসাদ্দেকের ব্যাটে। মিঠুন ২৬ ও মোসাদ্দেক ১২ রানে অপরাজিত আছেন।