ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আই্পিএলের আজকের একমাত্র ম্যাচে বিশাল রান সংগ্রহ করেছে কিংস ইলিভেন পাঞ্জাব। মুম্বাইর বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ১৯৭ রান করেছে দলটি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তুলেন গেইল। সাথে যোগ্য সঙ্গ দেন লুকেশ রাহুল। ১১৬ রানের ওপেনিং জুটি গড়েন দুজনে মিলে। গেইল মাত্র ৩৬ বলে ৬৩ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
গেইল আউট হলেও সেঞ্চুরি করে ছাড়েন রাহুল। প্রথমদিকে কিছুটা দেখে শুনে খেলা রাহুল ৬৪ বলে ১০০ রান করেন।