আরব আমিরাত এবং জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হয়েছে গতরাতে। নিজেদের ইতিহাসে এই প্রথম কোন পূর্ন সদস্য দলের সাথে সিরিজ খেলছে আরব আমিরাত। আর এমন ঐতিহাসিক ম্যাচে লজ্জাই উপহার পেয়েছে দলটি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১০ রানেই অল আউট হয় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন মোহাম্মদ বোটা। ১১ রান করেন সাইমান আনোয়ার। ১০ রান করেন রোহান মোস্তফা ও ইমরান হায়দার। আর কেউই দুই অংকের ঘরে পৌছতে পারেনি।
জিম্বাবুয়ের কাইল জার্ভিস, মাবুতা ও ডোনাল্ট ট্রিপিয়ানো ২টি এবং চাতারা তিনটি উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৫১ রান করেন আরভিন। ৩৮ রান করেন চাকাবা। ১১ রান করেন সুলুমন মিরে।