ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে। সরাসরি দেখাবে চ্যানেল নাইন।
এই ম্যাচের আগে পয়েন্ট তালিকায় দুই দলের পার্থক্য বেশ। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে আছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে নিচ থেকে দুই নম্বরে আছে রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র দুই।
সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে আজকে জিততেই হবে রাজস্থানকে। হারলেই কঠিন হয়ে যাবে দলের পথ চলা।
এই ম্যাচে কেমন হবে রাজস্থানের একাদশ? জয়ে ফিরতে এই ম্যাচে দলটির একাদশে আসতে পারে পরিবর্তন।
আজিঙ্কা রাহানে, জস বাটলার, স্টিভেন স্মিথ, প্রশান্ত চোপড়া, বেন স্টোকস/অ্যাস্টন টার্নার, মহিপাল লমর, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার, ভরুন অ্যারন/ গৌতম, মিধুন, ধাওয়াল কুলকারনি।