আইপিএলে একটা মৌসুমেই কেবল একটু ভালো করেছিলেন বেন স্টোকস। তাতেই পরের মৌসুম থেকে তার দাম আকাশ ছোয়া। কিন্তু আইপিএলে গত মৌসুমে এতটাই ফ্লপ ছিলেন যে তাকে একাদশ থেকে পর্যন্ত বাদ হতে হয়েছিল।
এবারও তাকে অনেক দাম দিয়েই কিনেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু এত স্বাদের তারকাই এবার দলকে দিল হারিয়ে।
শেষ ওভারে ১৮ রান প্রয়োজন জিততে হলে। বোলিংয়ে আসেন বেন স্টোকস। উইকেটে তখন জাদেজা এবং ধোনি। জাদেজা মাত্রই উইকেটে নেমেছেন। তবে অর্ধশতক করে অপরাজিত আছেন ধোনি।
প্রথম বল করলেন স্টোকস। জাদেজা সেটাকে উড়িয়ে পাঠালেন বাউন্ডারির ওপারে। পরের বলে নো বল করলেন স্টোকস। সেই বলে জাদেজা প্রান্ত বদল করলে আসে দুটি রান। ফ্রিহিটে ২ রান নেন ধোনি। পরের বলেই আউট হয়ে যান ধোনি।
শেষ তিন বলে চেন্নাইর জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। এবার আবারও নো বল করেন স্টোকস। এই নো বলে আবারো দুইবার জায়গা বদল করেন নতুন ব্যাটসম্যান সান্টার।
ফ্রি হিটে আবারো দুইরান এবং পঞ্চম বলে দুই রান নেন সান্টার। ফলে শেষ বলে তিন রান প্রয়োজন ছিল চেন্নাই এর। সেই বলে বিশাল এক ছক্কা মেরে ম্যাচটি জিতিয়ে দেন নিউজিল্যান্ড তারকা।
এর আগে রাজস্থানের দেয়া ১৫২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে চেন্নাই। মাত্র ২৪ রানেই চারটি উইকেট হারায় তারা। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান রাইডু ও ধোনি। রাইডু ৪৭ বলে ৫৭ এবং ধোনি ৪৩ বলে ৫৮ রান করেন। আর ফিনিশংটা দেন জাদেজা ও সান্টার।
এর আগে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৫১ রান করে রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন বেন স্টোকস। এছাড়া বাটলার ২৩, শ্রেয়াস গোপাল ১৯ রান করেন।