এবারের আইপিএলে নিজের শক্তি পরীক্ষার কেন্দ্র হিসেবেই যেন বেছে নিলেন আন্দ্রে রাসেল। প্রতিটা ম্যাচেই ছক্কার ঝড় বইয়ে দিয়ে রান করেন তিনি। সেই ধারাবাহিকতা আজ আরেকবার বাজয় রাখলেন দিল্লির বিপক্ষে।
১২.৪ ওভারে ৯৩ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ার পর মাঠে নামেন আন্দ্রে রাসেল। আর তিনি আউট হন ১৮.২ ওভারের সময়। এর মাঝে তান্ডব চালান দিল্লির বোলারদের উপর দিয়ে।
মাত্র ২১ বলে ৪৫ রান করেন তিনি। তিনটি চার ও ৪টি ছক্কা মারেন এই ক্যারিবিয়ান তারকা। তার ঝড়টা যায় প্রোটিয়া পেসার রাবাদার উ্পর দিয়েই।
রাসেল ছাড়া শুভম্যান গিল ৩৯ বলে ৬৫ রান করেন। শেষ দিকে পিয়ুস চাওলার ৬ বলে ১৬ রানে ২০ ওভার শেষে ১৭৮ রানের সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স।