ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কিংস ইলিভেন পাঞ্জাব। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থাকা পাঞ্জাবের প্রতিপক্ষ হারতে হারতে বিদায়ের পথে থাকা আরসিবি।
আজকের এই ম্যাচে পাঞ্জাব পাচ্ছেনা তাদের সেরা তারকা ক্রিস গেইলকে। আগের ম্যাচেও তান্ডব চালানো গেইল এই ম্যাচে থাকছেনা ইনজুরির কারণে।
মুম্বাইর বিপক্ষে ওই ম্যাচের পর অস্বস্তি বোধ করেন গেইল। যার কারণে তাকে এই ম্যাচে বিশ্রাম দিচ্ছে আইপিএল দলটি।