ক্রিকেট মাঠে পরাশক্তি ভারত। তবে শুধু ক্রিকেট মাঠ নয়, কথিত আছে যে ক্রিকেটের বাইরেও ক্ষমতাধর ভারত। আইসিসির অনেক সিদ্ধান্তই নিজেদের সুবিধার বাইরে গেলে সেটা মানতে রাজি নয় তারা। আর ভারতের সেই ক্ষমতা এবার দেখলো অস্ট্রেলিয়া।
আইসিরি সূচি অনুযায়ী আগামী গ্রীষ্মকালী মৌসুমে ঘরের মাঠে ভীষণ ব্যস্ত থাকবে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নিউজল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে তারা। এরপর ফেব্রুয়ারীতে তারা আসবে বাংলাদেশে। তবে তার আগে জানুয়ারীর শেষ দিকে ভারতে আসার কথা অজিদের।
কিন্তু এই সময়ে তারা সাধারণত নিজেদের মাটিতেই ম্যাচ খেলে। তাই এই তিন ম্যাচের সিরিজ বছরের শেষ দিকে আয়োজনের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারত তো তাতে রাজি হয়নি- উল্টো সূচি আরও এগিয়ে এনে জানুয়ারীর মাঝামাঝিতে নির্ধারণ করেছে। এতে করে বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। কেননা, এর অর্থ হল নিউজিল্যান্ডের বিপক্ষে তাহলে আর সিরিজ খেলা হচ্ছেনা তাদের।
যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি স্থগিত করা হয়েছে। নিউজিল্যান্ড বোর্ডও তাতে রাজি হয়েছে।
আর ভারতের এই প্রস্তাবে অস্ট্রেলিয়ার রাজি হওয়ার কারণ হল- যদি তারা এই সিরিজ স্থগিত বা বাতিল করত তাহলে প্রচুর পরিমান ডলার ক্ষতি পূরণ দিতে হত।