ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচে টস হেরে এখন ব্যাটিং করছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আগের ম্যাচে ইনজুরি থাকা মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ফিরেছেন এই ম্যাচে। আর ফিরেই ঝড় তুলেছেন ব্যাট হাতে। টস হেরে ব্যাটিংয়ে নামা মুম্বাই দুই ওপেনার রোহিত ও ডি কক ৯৬ রানের জুটি গড়েন। ৩২ বলে ৪৭ রান করে রোহিত বিদায় নিলে ভাঙে এই জুটি।
রোহিতের পর ডি ককের সাথে জুটি বাধেন সুর্যকুমার যাদব। তবে দলীয় ১১৭ রানের মাথায় ফিরে যান তিনিও। রোহিত- যাদব ফিরে গেলেও নিজের অস্টম অর্ধশতক তুলে নেনে ডি কক। চলতি মৌসুমে দ্বিতীয় অর্ধশতক করা ডি কক এখন অপরাজিত আছেন ৩৭ বলে ৫৪ রান করে। সাথে ১ রান নিয়ে ব্যাটিং করছেন পোলার্ড।
এই রিপোর্ট লেখার সময় মুম্বাইর ১৩.২ ওভারে সংগ্রহ ২ উইকেটে ১১৮ রান।