বিশ্বকাপের মাত্র অল্প কিছুদিন বাকি। আর এই্ অল্প কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তনটি আসলো। তাদের কোচ রিচার্ড পাইবাসকে বরখাস্ত করা হয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছে ফ্লায়েড রেইফার।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে পরিবর্তন হয়ে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন রিকি স্কেরিট। সেই কারণে পুরো কোচিং স্টাফই পাল্টে গেছে ওয়েস্ট ইন্ডিজের। পুরো সিলেকশন প্যানেলকেই সরিয়ে দেয়া হয়েছে। ২০১৩ সাল থেকে নির্বাচকের দায়িত্ব পালন করে আসছিলেন কোর্টনি ব্রাউন। ২০১৬ সাল থেকে তিনি প্রধান নির্বাচক। তাকেও সরিয়ে দেয়া হয়েছে।
নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে রবার্ট হাইনেসকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আটটি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।
নতুন সভাপতি স্কেরিট বলেন, আমরা বুঝতে পেরেছিলাম আমাদের খুব দ্রুতই পলিসি পরিবর্তন প্রয়োজন। যেন সিলেকশন পদ্ধতিটা আরও বেশি উন্মুক্ত ও খেলোয়াড় বান্ধব হয়।