ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিজের আরও একটি সেঞ্চুরির খুব কাছে গিয়েও করতে পারলেন না ক্রিস গেইল। তাকে থামতে হয়েছে ৯৯ রানে। আর গেইলের ঝড়ের পরও তার দল থেমেছে ১৭৩ রানেই।
ব্যাঙ্গালুরুর বিপক্ষে এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেন ক্রিস গেইল। তবে তার সঙ্গে বাকিরা বলের সাথে ওয়ানডে মেজাজে রান তোলায় গেইলের দানবীয় ব্যাটিংয়ের পরও পাঞ্জাবের রান ২০০ এর কাছেও যেতে পারেনি।
গেইল ৬৪ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় করেন ৯৯ রান। এছাড়া লুকেশ রাহুল ১৫ বলে ১৮, আগারওয়াল ৯ বলে ১৫, সরফরাজ ১৩ বলে ১৫, মান্দিপ সিং ১৬ বলে ১৮ রান করেন।