নো বল দেয়া এবং না দেয়াকে কেন্দ্র করে আম্পায়ারদের সাথে তর্কে জড়িয়ে পড়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সরাসরি মাঠেই প্রবেশ করে আম্পায়ারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন এই ভারতীয় অধিনায়ক।
ধোনির এমন আচরনে বিরক্ত ক্রিকেট বিশ্বের অনেকেই। খোদ ভারতেই দাবী উঠেছিল ধোনিকে নিষিদ্ধ করা উচিত ছিল।
এমন সময়ে বাংলাদেশ তারকা সাকিব আল হাসান অবশ্য ধোনির পক্ষেই কথা বলেছেন। সাকিবও একবার মেজাজ হারিয়েছিলেন নিদাহাস ট্রফিতে।
সেই প্রসঙ্গ টেনেই সাকিব বলেন, আমি নাদাহাস ট্রফিতে একই কাজ করেছিলাম। তাই আমি এটা নিয়ে কোন মন্তব্য করতে চাই না। এটি আসলে হিট অফ দ্য মোমেন্টে হয়েছে।
সাকিব বলেন, এটা প্রমাণ করছে আপনি ক্রিকেটার হিসেবে কতটা আবেগী এবং দলের জয়ে কতটা উন্মুখ।