বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন

১‌৫ রানেই শেষ আট উইকেট হারালো সানরাইজার্স

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৪৭ এই মুহুর্তে
  • শেয়ার করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লজ্জার হার হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। নিশ্চিত ভাবে জয়ের দিকে যেতে থাকা ম্যাচে তারা হেরেছে ৩৯ রানে।

প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান করে দিল্লি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন শ্রেয়ার আয়ার। কলিন মুনরো করেন ৪০ রান। এছাড়া ২৩ রান করেন রিশাব পান্ট এবং অক্ষর প্যাটেল করেন ১৪ রান।

জবাব দিতে নেমে ৭২ রানের ওপেনিং জুটি গড়ে ওয়ার্নার ও বেয়ারস্টো। দলীয় ৭২ রানে ব্যক্তিগত ৪১ রান করে বেয়ারস্টো আউট হলে ভাঙে এই জুটি।

একাদশে ফেরা নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন দ্বিতীয়বারের মত ব্যর্থ হন। মাত্র ৩ রান করেন তিনি। এরপর ওয়ার্নারের সাথে জুটি বাধে রিকি ভুই।

এই জুটিতে ১০০ ছাড়ায় সানরাইজার্সের রান। ১৫.১ ওভারে ২ উইকেটে ১০১ রান ছিল সানরাইজার্সের। সেখান থেকে আর মাত্র ১৫ রান যোগ করতেই শেষ আট উইকেট হারায় দলটি।

১০১ রানের মাথায় রিকি ভুই ৭ রান করে আউট হয়। ১০৬ রানের মাথায় ৫১ রান করা ডেভিড ওয়ার্নার ফিরে যান। এরপর বাকিরা ১,২,৩ সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ১১৬ রানেই অল আউট হয়।

সানরাইজার্সের ইনিংসে তান্ডব চালায় রাবাদা, কিমু পল ও ক্রিস মরিস। রাবাদা ২২ রানে ৪ উইকেট, ক্রিস মরিস ২২ রানে ৩ উইকেট এবং কিমু পল ১৭ রানে নেন ৩টি উইকেট।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

তিন ম্যাচ নিষিদ্ধ রিয়াল মাদ্রিদ তারকা

ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের সেরা প্লেয়ার: বেলিংহাম

বার্সার কপাল ভালো, ইনজুরিতে ভরপুর পোর্তোর স্কোয়াড

তিনটি বিষয়ের জন্য মনে হয় বাংলাদেশের সেমিফাইনাল খেলা সম্ভব

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ চূড়ান্ত!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই রিয়াদ

পিএসজি বনাম নিউক্যাসল, বার্সালোনা বনাম পোর্তো

বেলিংহামের ম্যাজিক, ভালভার্দের বুলেট গোল, আবারও কামব্যাক রিয়ালের

ক্যাসমিরোর লাল কার্ড, ইকার্দির পেনাল্টি মিস, দুইবার এগিয়ে গিয়েও ম্যানইউর হার

নেইমার ম্যাজিকে আল হিলালের জয়, নেইমারের গোলের ভিডিও