অস্ট্রেলিয়ার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। নিষেদাজ্ঞা থেকে ফেরার পর এই প্রথম জাতীয় দলে সুযোগ পেতে যাচ্ছেন এই দুই ক্রিকেটার।
এদিকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার সাথে সাথে আরেকটি সুখবর পেয়েছে অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০১৯-২০ মৌসুমের জন্য বোর্ডের কেন্দ্রিয় চুক্তিতে থাকছে তাদের নাম।
অ্যাস্টন অ্যাগার, বিলি স্টানলেক, কেন রিচার্ডশন, আন্দ্রে টাই চুক্তি থেকে বাতিল হয়েছেন। তারা গত বছর চুক্তিতে ছিল। তাদের জায়গায় ফিরেছেন নাথান কোল্টার নিল, মার্কোস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।
চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা: প্যাট কামিন্স, কোল্টার নিল, আলেক্স ক্যারে, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, মার্কোস স্টোইনিস, ট্রেভিস হেড, জস হ্যাজলউড, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, টিম পেইন, জেমস প্যাটিনসন, জেই রিচার্ডশন, স্টিভ স্মিথ, স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।