ঘোষণা অনুযায়ী আজ ১৫ এপ্রিল ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। এই দলে রয়েছে বিশাল চমক। ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন দিনেশ কার্তিক এবং ভিজয় শঙ্কর। কিন্তু জায়গা হয়নি আম্বাতি রাইডু এবং রিশাব পান্টের।
এছাড়াও দলে রয়েছে আরেকটি চমক। নির্ভরযোগ্য স্পিনার রবিচন্দ্র অশ্বিনের জায়গা হয়নি ভারতের বিশ্বকাপ স্কোয়াডে।
রবিচন্দ্র অশ্বিন ভারতের সেরা স্পিনারদের একজন। কিন্তু সাম্প্রতিক সময়ে দল থেকে বাদ পড়ায় অনেকটাই ইঙ্গিত মিলেছিল বিশ্বকাপ স্কোয়াডে তার না থাকা নিয়ে। দল ঘোষণার পর সেটাই হল এবার।
এছাড়াও অনেকেই রিশাব পান্টকে দলে দেখতে চেয়েছিল। কিন্তু নির্বাচকরা আস্থা রেখেছে দিনেশ কার্তিকের উপরই।
অন্যদিকে রাইডুকে দিয়ে ভারতের মিডলঅর্ডারের সমস্যা কাটানোর চেস্টা করেছিল ভারত। কিন্তু সেখানে খুব একটা সফল না হওয়ায় দল থেকে বাদ পড়েন তিনি।
ভারতের বিশ্বকাপ দল: ভিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেদার যাদব, ধোনি, হার্ডিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, কুলদ্বিপ যাদব, যুবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, ভিজয় শঙ্কর, লুকেশ রাহুল, দিনেশ কার্তিক।