আমি যা বলেছিলাম সেটাই হল তো? বলেছিলাম না এই দল চ্যাম্পিয়ন হবে। হলো তো?
বিশ্বকাপ শেষে গোফে তা দিয়ে এমন কথা বলতেই পারেন ইয়ান চ্যাপেল। কেননা, তার ভবিষ্যত বাণীই যে সত্যি হতে যাচ্ছে কোন অঘটন না ঘটলে।
কি ভবিষ্যত বাণী করেছে এই সাবেক তারকা?
তিনি কোন একটি দল নয়, বরং ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন ৭টি দল। ১০টি দল বিশ্বকাপ খেলবে, তার মধ্যে সাতটিই তিনি বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট হিসেবে নিয়ে গেলেন। তো এক দল তো চ্যাম্পিয়ন হবেই।
কিন্তু মজার বিষয় হল, চ্যাপেলের এই সাত ফেভারিটের তালিকায় নেই বাংলাদেশের নাম। বাংলাদেশ, আয়ারল্যান্ড, ওয়েষ্ট ইন্ডিজ ছাড়া বাকি সাত দলেরই সম্ভাবনা দেখছেন চ্যাপেল।