চমক নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে এই দল ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন।
আগেই জানা গিয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকবে কিছু চমক। আর সেই চমকের নাম হল আবু জায়েদ রাহি।
বাংলাদেশ বিশ্বকাপ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।