২০১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের বিশ্বকাপ দলে সৌম্য লিটনরা জায়গা পেলেও জায়গা হয়নি ইমরুল কায়েসের।
ইমরুল কায়েস কেন নয়? ফর্ম নাকি ফিটনেস কোন কারণে ইমরুলকে বাদ দেয়া হয়েছে? নাহ, এগুলো নয়, ইমরুলের বাদ হওয়ার পেছনে নির্বাচকরা যে ব্যাখ্যা দিয়েছে তাতে আপনারও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে কিছু সময়।
নান্নু বলেন, “ফর্ম কিংবা ফিটনেস নয়, ইমরুলকে নেয়া হয়নি ডানহাতি-বামহাতি কম্বিনেশন রাখার জন্য।”
প্রধান নির্বাচন বলেন, যেহেতু ওপেনিংয়ে তামিম নিশ্চিত, তাই তার জায়গায় ডানহাতি কাউকেই নিতে চাচ্ছে নির্বাচকরা। সেজন্যই বাদ পড়ে গেছেন ইমরুল কায়েস।