আবাহনীর হয়ে শেষ পাঁচ ইনিংসে তার রান-১২, ১০, ১৪, ১, ২। এমন পারফর্মেন্সের কারণে নির্বাচকরাও ছিল চিন্তায়। বিশ্বকাপ দলে জায়গা শেষ পর্যন্ত না ছিটকে যায় সন্দেহ ছিল এমনটা। কিন্তু তেমন কিছুই হয়নি। শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার।
সৌম্যর বিকল্প হিসেবে তিন তারকাকে ভাবা হয়েছিল। এরা হলেন-
১. এনামুল হক বিজয়
২. জহুরুল ইসলাম অমি
৩. ইমরুল কায়েস
সাম্প্রতিক সময়ে ডিপিএলে ভালো খেলতেছে জহুরুল ইসলাম। ভালো খেলছেন এনামুল হক বিজয়ও। তবে আসল সময়ে কারোই জ্বলে উঠতে পারার ব্যর্থতার কারণে সৌম্যর উপরই আস্থা রেখেছে নির্বাচকরা এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক।