ডিপিএলে বেশ ভালোই যাচ্ছিল তার সমযটা। রান পাচ্ছিলেন নিয়মিতই। বিপিএলের পর ডিপিএলেও দারুণ পারফের্মেন্স দেখিয়ে নির্বাচকদের মাথাটাই ঘুড়িয়ে দিয়েছেন। যার কারণে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে সুযোগ পেয়েছেন তিনি।
তবে টেনশনে নাকি উত্তেজনায় কিনা কে জানে, এমন দিনেই ব্যাটিংয়ে খারাপ করলেন ইয়াসির আলী।
আজ ডিপিএলের গুরুত্বপূর্ন ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ২ রান করেই আউট হয়েছেন তিনি। তার দলও ১৮৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে।