২০১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর এই দলে জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এর আগে বিভিন্ন সময় দল নিয়ে ধারণা দিয়েছিল বিসিবি সভাপতি এবং নির্বাচকরাও। কেউই মোসাদ্দেকের নাম নিশ্চিত করেনি স্কোয়াডে।
তাই বিশ্বকাপ স্কোয়াডে নিজের নামটি দেখে বেশ অবাকই হয়েছেন মোসাদ্দেক হোসেন। তবে খুশি হয়েছেন বেশ। খুশি তো হওয়ারই কথা। ক্রিকেটারের সবচেয়ে বড় স্বপ্ন পূরন হওয়া বলে কথা।
মোসাদ্দেক বলেন, ভেবেছিলাম থাকতেও পাড়ি, নাও থাকতে পাড়ি। তবে আজকে নিজের নামটি দেখে বেশ অবাক হয়েছি। আমার ক্যারিয়ারে গত তিন বছরের সেরা অর্জন এটা।