বিশ্বকাপ খেলার কথা তারাই চিন্তা করতে পারে যারা জাতীয় দলে নিয়মিত খেলে থাকেন। তাছাড়া যারা বিশ্বকাপ যে ফরম্যাটে হবে সেই ফরম্যাটে নিয়মিত খেলেন তাদেরই সুযোগ আসার কথা।
সেখানে আবু জায়েদ রাহি এখনো জাতীয় দলের হয়ে মাঠেই নামেনি। এমন একজন খেলোয়াড় তো বিশ্বকাপ দলে থাকবে এমনটা ভাবতেও পারেনা।
পারেনি রাহি নিজেও। কিন্তু সেটাই হয়ে গেল। সুইং করাতে পারার কারণেই দলে সুযোগ পেয়ে গেছেন এই পেসার।
রাহি বলেন, ভেবেছিলাম হয়তো ২০ সদস্যের মধ্যে থাকব। কিন্তু ১৫ সদস্যের মধ্যে থাকব এমনটা ভাবিনি। যখন এটা শুনলাম তখন অবাকই হয়েছি।