বাংলাদেশের বিশ্বকাপ দলে সুযোগ পায়নি ইমরুল কায়েস। ওপেনিংয়ে ডান বাম কম্বিনেশনের জন্য ইমরুল কায়েসকে বাদ দিতে হয়েছে এমনটাই জানিয়েছেন নির্বাচকরা।
তবে সাম্প্রতিক ফর্মের দিকে তাকালে ইমরুল কায়েস ছিল সেরা অপশন। ডান বাম কম্বিনেশন দিয়ে কি হবে যদি রানই না আসে?
আর তাই এমন সিদ্ধান্তের সাথে একমত হতে পারছেনা বাংলাদেশের সাবেক দুই ক্রিকেটার জাভেদ ওমর বেলিন ও আফতাব আহমেদ।
জাভেদ ওমর বলেন, বড় প্রশ্ন তো একটাই। ইমরুল কায়েসের না থাকা। ওর থাকাটা সম্ভবত উচিত ছিল। এটা ওর জন্য দুর্ভাগ্য।
আফতাব কথা বলেছেন একই সুরে। তিনি বলেন, দলে একমাত্র প্রশ্ন চিহ্ন ইমরুলের না থাকা। তার দলে সুযোগ পাওয়া উচিত ছিল। কারণ সে রানের মধ্যে আছে। সে তো অনেক সময় দেশের বাইরে ভালো সার্ভিস দিয়েছে। এছাড়া দল সুন্দর হয়েছে।