আইসিসি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। আর নিজেদের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। সেই দলে আবার আছে বিশাল চমক।
যাকে নিয়ে এত জল্পনা কল্পনা সেই জোফরা আর্চারকে দলে নেয়নি ইংল্যান্ড। তাকে ছাড়াই ১৫ সদস্যের দল সাজিয়েছে ইংলিশরা।
ইংল্যান্ড স্কোয়াড: মরগ্যান, মইল আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, আলেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশি, জো রুট, জেশন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।